আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:২০ পূর্বাহ্ন
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
দৈনিক স্বদেশ বিচিত্রা'র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর‘র প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম :: 

দৈনিক স্বদেশ বিচিত্রা'র সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর এর প্রাণনাশ চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা স্বদেশ বিচিত্রা, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে গত ২৪ আগষ্ট দুপুর দুইটায় স্বদেশ বিচিত্রা পত্রিকার সহযোগী সম্পাদক সাংবাদিক ও প্রাইমারী চিকিৎসক সোসাইটির চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক - খবর বাংলা ২৪ ডট নেট, সম্পাদক ও প্রকাশক ঐতিহাসিক বিগ ভলিউম বাঁশখালী, দিপাল অনিন্দ্য পাল "বিভাগীয় প্রধান দৈনিক স্বদেশ বিচিত্রা, স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি  আবদুল হান্নান হীরা, মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি ও মোঃ আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রমূখ।

বক্তারা বলেন, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক দেশ বরণ্য সাংবাদিক ও কবি অশোক ধরের উপর প্রাণনাশের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে হয়রানি করার প্রতিবাদ জানান ও দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানান।

বক্তারা আরো বলেন, এই ধরনের নেক্কারজনক ঘটনা সাংবাদিকদের নিরাপত্তার কথা পুনরায় ভাবিয়ে তুলেছে। এখনই সময় সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এ দেশে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। অথচ এখন তাদেরই হত্যা, হত্যার চেষ্টা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এটি এদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত সাংবাদিক অশোক ধরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।