সন্দ্বীপ ষোলশহর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা আবু ছাফা এর সভাপতিত্বে মগধরা ইউনিয়নের সেক্রেটারি মোঃ আলাউদ্দিন সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন শিকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম ও আবু তালেব প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাবেদ হোসাইন।