আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:২০ পূর্বাহ্ন
বুধবার, ২০ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপের স্বাস্থ্যসেবায় শক্তিশালী কমিটমেন্ট দাবি - এস এম জাকিরুল আলম মেহেদী

প্রিয় প্রার্থী ভাই/আপা,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাকে সন্দ্বীপবাসী তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে তার থেকে সন্দ্বীপবাসী কিছু দাবীদাওয়া লিখিত ভাবে চাইছে। এই দাবী গুলো সন্দ্বীপ থেকে প্রার্থী যাঁরা তারা দিবেন লিখিত আকারে এবং নিজের পরিকল্পনাও জানাবেন।  

সন্দ্বীপবাসী আজ ভোটের প্রতিশ্রুতির চেয়ে বাস্তব ফলাফল চায়। বিশেষ করে স্বাস্থ্যসেবা-যা আমাদের জীবনের প্রশ্ন।

???? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে পর্যাপ্ত ডাক্তার নেই।
???? জরুরি রোগীর জন্য নেই ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা।
???? ডাক্তাররা সন্দ্বীপে আসতে অনিচ্ছুক কারণ মানসম্মত আবাসন নেই।
???? নার্স ও আয়াদের যথাযথ প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা নেই।
????হাসপাতালের শয্যা সংখ্যা ১০০তে উন্নীত করতে হবে। 

তাই প্রতিটি প্রার্থীর কাছ থেকে আমরা চাই স্পষ্ট লিখিত অঙ্গীকার....

1️⃣ ২৪ ঘন্টার কার্যকর হাসপাতাল সার্ভিস

আইসিইউ, অপারেশন থিয়েটার, বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ।

2️⃣ প্রতিটি ইউনিয়নে মাতৃসদন ও কমিউনিটি ক্লিনিক

পর্যাপ্ত ডাক্তার, ওষুধ ও নিয়মিত সেবা।

3️⃣ জরুরি এয়ার/সি অ্যাম্বুলেন্স সার্ভিস ও ২৪ ঘন্টা স্থল অ্যাম্বুলেন্স সার্ভিস

দ্বীপবাসীর জীবন রক্ষায় দ্রুত রোগী পরিবহন।

4️⃣ ডাক্তারদের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা

যাতে দক্ষ ডাক্তাররা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে দ্বীপে থাকতে পারেন।

5️⃣ নার্স ও আয়াদের জন্য উন্নত প্রশিক্ষণ কর্মসূচি

আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি।

6️⃣ সব স্বাস্থ্যকর্মীর জন্য “উপকূল ভাতা” নিশ্চিতকরণ

দ্বীপে কাজের অনুপ্রেরণা ও সম্মানজনক সুযোগ-সুবিধা নিশ্চিত।

7️⃣ বিনামূল্যে চিকিৎসা সুবিধা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যবীমা কর্মসূচি

প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্য অধিকার।

8️⃣ দুর্যোগকালীন স্বাস্থ্য পরিকল্পনা

মোবাইল মেডিকেল টিম, মেডিসিন ব্যাঙ্ক ও দ্রুত রেসকিউ ব্যবস্থা নিতে হবে। 

???? আমাদের স্লোগান:
???? “ভোট চাইতে আসলে, স্বাস্থ্যসেবার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে”
???? “সন্দ্বীপে ডাক্তার চাই, মানসম্মত আবাসন চাই”
???? “২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স—জীবন বাঁচুক প্রতিক্ষণে”
???? “নার্স-আয়ার দক্ষতা বাড়ুক, সবার জন্য উপকূল ভাতা থাকুক”

???? সন্দ্বীপের ভোট যাবে শুধু তাদের বাক্সে,
যারা স্বাস্থ্যসেবার এই দাবিগুলোকে লিখিত অঙ্গীকারে পরিণত করবে। 

=====================

✍️ এস এম জাকিরুল আলম মেহেদী
কুয়েত প্রবাসী লেখক ও সাংবাদিক 
সন্দ্বীপের সন্তান