আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:২০ পূর্বাহ্ন
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
চট্টগ্রামে বৃদ্ধাশ্রম ও এতিম, অনাথ, অসহায় বাচ্চাদের জন্য "নবজীবন আবাস"র কার্যক্রম শুরু

একটি মানবিক বিষয়ে আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।  

যে সব  সন্তানরা তাদের মা,বাবার ভরনপোষণ করেন না, সে সকল অসহায় বৃদ্ধ মায়েদের জন্য সৎসঙ্ঘ এসএসসি, ৯৩ ব্যাচের উদ্যোগে বৃদ্ধাশ্রম এবং ৫ থেকে ৭ বছরের এতিম, অনাথ, অসহায় বাচ্চাদের জন্য "নবজীবন আবাস" এর কার্যক্রম ডবলমুরিং থানাধীন  মিস্ত্রিপাড়া,তালপট্টি এলাকায় শুরু করা হয়েছে।

 এই বৃদ্ধাশ্রমে থাকা, খাওয়া,চিকিৎসা এবং পাশাপাশি ৫ থেকে ৭ বছরের এতিম, অনাথ, অসহায় বাচ্চাদের পড়ালেখা, থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ বহন করা হবে। তারা মাতৃস্নেহে লালিত পালিত হবে।  

বৃদ্ধাশ্রমে যে সকল ৬০ বছরের উর্ধ্বে প্রবীণ মায়েরা থাকতে আগ্রহী এবং " নবজীবন আবাস " এ
৫ থেকে ৭ বছরের এতিম, অনাথ, অসহায় বাচ্চারা থাকতে আগ্রহী তাদেরকে "জাতীয় পরিচয় পত্র "/ "জন্ম নিবন্ধন " ,২ কপি পাসপোর্ট সাইজের ছবি,  প্রত্যয়নপত্র এবং  উপযুক্ত গার্ডিয়ান নিয়ে আবেদন পত্র সহ আগামী ২৩ আগস্ট, শনিবার বিকাল ৫টা থেকে বিকাল ৬ টার মধ্যে দেওয়ানহাট ন্যাশনাল ব্যাংক বিল্ডিং এর ৩য় তলা, এফ,এম,মেথড ও walton শো রুমের উপরে (জাহাঙ্গীরের অফিস) সরাসরি অথবা মোবাইল নাম্বার  01814-476824/01919394341/01815432888 যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে।