আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:২০ পূর্বাহ্ন
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব- আলা উদ্দিন সিকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা উড়ির চর ইউনিয়নে "প্রীতি সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে মোহাম্মদ সাহাব উদ্দীনের সঞ্চালনায় ও উড়িরচর ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আমীর,চট্টগ্রাম- ০৩ (সন্দ্বীপ) আসনের  মনোনীত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দিন সিকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদানকালে যুবকদের উদ্দেশ্য নসিহা ও করণীয় সম্পর্কে বলেন - মানব জীবনের তিনটি কালের মধ্যে যৌবনকাল নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। মানুষের জীবনের সকল কল্যাণের সময়, আল্লাহর নিকট অধিক প্রিয় হবার সময়, নিজেকে পুণ্যের আসনে সমাসীন করার সময় এ যৌবনকাল। এ কালের উন্নয়নের মাধ্যমে মানুষ সকলের কাছে সম্মানের পাত্র হয়। আবার একালই মানুষের জীবনে নিয়ে আসে কলংক-কালিমা, নিয়ে আসে অভিশাপ, পৌঁছে দেয় আল্লাহর আযাবের দ্বারপ্রান্তে। তাই যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সম্পদ।

সুরা তাওবায় আল্লাহ তায়ালা বলেন - তোমরা তরুণ ও বৃদ্ধ সকল অবস্থায় বেরিয়ে পড় এবং তোমাদের মাল ও জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ কর। এটাই তোমাদের জন্য উত্তম পন্থা, যদি তোমরা বুঝ’। 

যুব সম্প্রদায়কে তাদের যৌবনকালকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং স্বীয় বিবেককে সদা জাগ্রত রাখতে হবে। যাতে করে কোন অন্যায়-অনাচার, পাপাচার-দুরাচার ইত্যাদি ধ্বংসাত্মক কর্মকান্ড যৌবনকালকে কলঙ্কিত করতে না পারে। অপরদিকে ন্যায়ের পথে, কল্যাণের পথে যৌবনের উদ্যোগ ও শক্তিকে উৎসর্গ করতে হবে।

আগামী দিনের বাংলাদেশে যুব সমাজ নেতৃত্ব দিবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুব সমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব। জুলাই অভ্যুত্থানে যুবকরা স্বৈরাচার পতনের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জাতি গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারী মাওলানা আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মুছাপুর ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দিন সিরাজী, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন। সন্দ্বীপ উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সবুর খাঁন, সন্দ্বীপ উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উড়িরচর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা  মোহাম্মদ মাইন উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড থানা শাখার অফিস সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, উড়িরচর ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ৷

প্রীতি সমাবেশ কোরআনুল কারিম থেকে তেলোয়াত করেন মোহাম্মদ সাইমুন হোসাইন ইমন।