আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:২০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
এসএসসি  ৯৩ব্যাচ এর সৎসঙ্গ'র  প্রবীণ নিবাস  ও  নব জীবন'র কার্যক্রম  উদ্বোধন  

 আবদুল  হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম :: 


যে সব  সন্তানরা তাদের মা,বাবার ভরনপোষণ করেন না, সে সকল অসহায় বৃদ্ধ মায়েদের জন্য সৎসঙ্ঘ এসএসসি, ৯৩ ব্যাচের  উদ্যোগে বৃদ্ধাশ্রম  এবং ৫ থেকে ৭ বছরের এতিম, অনাথ, অসহায় বাচ্চাদের জন্য "নবজীবন আবাস" এর কার্যক্রম  ডবলমুরিং থানাধীন  মিস্ত্রিপাড়া,তালপট্টি এলাকায় শুরু করা হয়েছে।

 এই বৃদ্ধাশ্রমে থাকা, খাওয়া, চিকিৎসা এবং পাশাপাশি ৫ থেকে ৭ বছরের এতিম, অনাথ, অসহায় বাচ্চাদের পড়ালেখা, থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ বহন করা হবে। তারা মাতৃস্নেহে লালিত পালিত হবে।  

বৃদ্ধাশ্রমে যে সকল ৬০ বছরের উর্ধ্বে প্রবীণ মায়েরা থাকতে আগ্রহী এবং " নবজীবন আবাস" এ
৫ থেকে ৭ বছরের এতিম, অনাথ, অসহায় বাচ্চারা থাকতে আগ্রহী তাদেরকে "জাতীয় পরিচয় পত্র "/ "জন্ম নিবন্ধন " ,২ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রত্যয়নপত্র এবং উপযুক্ত গার্ডিয়ান নিয়ে আবেদন পত্র সহ আগামী ২৩ আগস্ট, শনিবার বিকাল ৫টা থেকে বিকাল ৬টার মধ্যে দেওয়ানহাট ন্যাশনাল ব্যাংক বিল্ডিং এর ৩য় তলা,এফ,এম,মেথড ও walton শো রুমের উপরে সরাসরি অথবা মোবাইল নাম্বার  01814-476824/01919394341/01815432888 যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে আহবান  করছি।