আজ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৯:১৭ অপরাহ্ন
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
বাঙালী হয়ে বাংলা কৃষ্টি,সংষ্কৃতি ও সভ্যতাকে ভুলে গেলে আমাদের অতীতকেই অস্বীকার করা হবে- সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা

ইলিয়াস কামাল বাবু ::

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয়া হয়।

এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনার প্রাঙ্গনে পান্তা-ইলিশ ভোজন, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৈশাখী মঞ্চে বাংলা বর্ষবরণ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল আলম চৌধুরী।

এ ছাড়াও বাংলা বর্ষবরণ আয়োজনে আরোও উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক মো: আবু তাহের, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক জিএস আবুল বশার,যুগ্ম আহবায়ক শওকত তালুকদার,সন্দ্বীপ প্রেসক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, এম.এ হাশেম,সেক্রেটারী ওমর ফয়সাল, দপ্তর সম্পাদক আলী হোসেন, কার্করী কমিটির সদস্য ইসমাইল হোসেন মনি, ফসিহুল আলম, সন্দ্বীপ উপজেলা জাসাসের আহবায়ক মাস্টার আকবর হোসেন, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সেক্রেটারী আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ স্কাউটস এর কমিশনার মাস্টার ফজলুল করিম বাবুল।

এ ছাড়াও সন্দ্বীপ অফিসার্স ক্লাবের সেক্রেটারী ও উপজেলা কৃষিব্যাংক ম্যানেজার আক্তারুজ্জামান সুজন সহ উপজেলা প্রশাসনের অফিসারবৃন্দ, সন্দ্বীপ পৌরসভার কর্মকর্তাবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষকমন্ডলী, সংবাদকর্মী ও সাংষ্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।