আজ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১০:১৯ অপরাহ্ন
বুধবার, ০২ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে নৌহত্যার শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ অনলাইন এন্ড সোশ্যাল এক্টিভিস্ট ফোরাম’র আয়োজনে ২০১৭ সালের ২ এপ্রিল সন্দ্বীপে ঘটে যাওয়া মর্মান্তিক নৌহত্যার শহীদদের স্মরণে ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত সমাজকর্মীরা নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। একই সঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ এপ্রিল সন্দ্বীপে এক ভয়াবহ নৌ দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারান, যা পরবর্তী সময়ে ‘সন্দ্বীপ নৌহত্যা’ নামে পরিচিতি লাভ করে। এখনো এ ঘটনার বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।

সন্দ্বীপ অনলাইন এন্ড সোশ্যাল এক্টিভিস্ট ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।