আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৯:২২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
জীবন-জীবিকার নিশ্চয়তার দাবীতে সন্দ্বীপের মৎস্যজীবি জলদাস সম্প্রদায়ের ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান

মোজাম্মেল হোসেন (সোনালী সন্দ্বীপ)::

 সন্দ্বীপ সম্প্রতি চট্টগ্রামের বাঁশবাড়ীয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌ রুটে চলাচলকারী ফেরি সার্ভিস ঝুঁকিমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে জেলেদের জাল না বসানোর এক নির্দেশনা জারি করা হয়েছে এবং জাল অপসারনের জন্য এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়া হয়।

এরই প্রেক্ষিতে ৭ আগস্ট,সকাল সাড়ে ১১ টার সময় সন্দ্বীপের হারামিয়া-মগধরা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জলদাস সম্পদায়ের প্রায় সাড়ে ৩' শ পরিবারের ৫ শতাধিক জেলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধর্ণা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা' র হাতে একটি স্মারকলিপি হস্তান্তর করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সন্দ্বীপের হারামিয়া ও উত্তর মগধরা ইউনিয়নের জলদাস সম্প্রদায়ের জেরে রা তাদের পূর্ব পুরুষদের পেশা হিসেবে বংশ পরম্পরায় সন্দ্বীপের পূর্ব নদীতে জাল বসিয়ে মাছ ধরে আসছে এবং তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ ও পরিবারের ভরনপোষণ করে আসছে।

সম্প্রতি সন্দ্বীপের ফেরি চলাচল নির্বিঘ্ন করতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নদীতে সংশ্লিষ্ট এলাকার জেলেদের জাল না বসানের এবং অপসারনের জন্য ১ সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়া হয়, এতে করে শুধামাত্র মৎস্য আহরণের উপর নির্ভরশীল জলদাস সম্প্রদায়ের শত-শত পরিবার তাদের জীবন-জীবিকা নিয়ে আশংকাগ্রস্থ হয়ে পড়েন,তারা স্মারকলিপি তে আরো উল্লেখ করেন, সন্দ্বীপের ফেরি সার্ভিস দ্বীপবাসীর দীর্ঘ আশা-আকাঙ্খার প্রতীক, এটা চলাচলে তারা বাধা হয়ে ওঠতে চান না, ফেরি চলাচল যেনো নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত থাকে তারা তাই চান তবে তাদের পৈত্রিক পেশা নদীতে জাল বসিয়ে মাছ ধরা যাতে অনিশ্চিয়তার মুখে না পড়ে সে জন্য নদীতে নতুন করে একটি নিরাপদ এলাকা চিহ্নিত করে দেয়ার জন্য সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আকুল আবেদন রাখেন।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা আগত জেলে সর্দ্দার ও স্হানীয় নেতৃবৃন্দের উদ্দেশ করে বলেন - রাস্ট্রীয় স্বার্থ ও স্থানীয় স্বার্থ দুটোই রক্ষা করতে হবে। সে ক্ষেত্রে রাস্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বেশি তাই যে কোনো অবস্থায় ফেরি চলাচল নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত রাখতে হবে।

তিনি জেলেদের ফেরি চলাচলের রুট থেকে নিরাপদ দুরত্বে জাল বসাতে বলেন এ জন্য নদীতে নতুন এলাকা চিহ্নিত করতে স্থানীয় নেতৃবৃন্দকে অন্যান্যদের সাথে পরামর্শ করতে বলেন এ ব্যাপারে তিনি খেয়াল রাখবেন বলেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন - হারামিয়া ও উত্তর মগধরা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জেলে সর্দ্দার- বিধান জলদাস, অনিল জলদাস, কালাধন জলদাস, বাবুল জলদাস, হরিমোহন জলদাস এবং হারামিয়া ইউনিয়ন বিএনপি' র সহ সভাপতি ফসিউল আলম রহিম ও সাবেক মেম্বার ফজলুল করিম।