আজ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ || ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৫:২৮ পূর্বাহ্ন
রবিবার, ১১ মে, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে পাক-ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ সুফিসাধক সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইলিয়াস কামাল বাবু (সোনালী সন্দ্বীপ):: আওলাদে রাসূল হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে সন্দ্বীপে সিরিকোটি (রহ:) এর জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

গত ১০ মে, শনিবার,সকাল ১০ টায়, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন- বুলবুলে বাংলার সাহেবজাদা,গাউছিয়া কমিটি বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা কমিটির সহ সভাপতি মাওলানা মোহাম্মদ উললাহ খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদরাসা,চট্টগ্রাম এর আরবি মুদাররিস- মাওলানা আব্দুল্লাহ আল জাবের। তিনি এ নূরানী সেমিনারে প্রধান অতিথি ' র আলোচনা করতে গিয়ে বলেন - নবী প্রেম - রাসূল প্রেমই আল্লাহ'র নৈকট্যলাভের শ্রেষ্ঠ উপায়। আজ সুন্নীদের উপর নবী বিদ্বেষীরা অশুভ তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী-মাস্তানী করছে, হামলা- মামলা করছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীদের শক্তি হচ্ছে নবীর প্রতি শর্তহীন প্রেম- ভালোবাসা। তাই বাতেলপন্থিদের বিরুদ্ধে শক্তিশালী ঐক্য গড়ে তুলতে সকল সুন্নী- জনতাকে এককাতারে সামিল হওয়া আজ সময়ের দাবী। তিনি শাহেনশাহে সিরিকোটি (রহ:) প্রতিষ্ঠিত বাংলাদেশে সুন্নীয়তের সূতিকাগার চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসা বাংলাদেশের সুন্নীদের আ লোর দিশারী। শাহেনশাহ সিরিকোটি (রহ:) কে মহান আল্লাহতায়ালা তার মকবুল বান্দা হিসেবে কবুল করুন।

সন্দ্বীপ ঈদ- এ- মিলাদুন্নবী( সা:) উদযাপন কমিটির সেক্রেটারী নুরুন নবী রুমী' র সঞ্চালনায় এ সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র এডভোকেট মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা মোহাম্মদ মহসীস,মাওলানা মোহাম্মদ রিদওয়ানুল হক হোসাইনী প্রমুখ।

পরে রাসূলের শানে মিলাদ- কিয়াম শেষে দেশ, মুসলিম উম্মা ও আহলে হক এর বিজয় কামনা করে মুনাজাত করা হয়।