সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, উপজেলা পরিষদ কমপ্লেক্স কম্পাউন্ডের অভ্যন্তরে সন্ধ্যার পর কিছু বহিরাগত মানুষের আনাগোনা দেখা যায়।
বিশেষ করে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা উপজেলা পরিষদ কম্পাউন্ডে বসে মোবাইলে গেমস খেলে এবং আড্ডা দেয়।
উপজেলা পরিষদ কমপ্লেক্স কম্পাউন্ডের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬ ঘটিকার পর হতে সকাল ৮ ঘটিকা পর্যন্ত স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ও বহিরাগতদের আড্ডা এবং অবস্থান বারিত করা হলো।
অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাছাড়া স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা যাতে সন্ধ্যার পর বাহিরে আড্ডা দিতে না পারে ও খারাপ মানুষের সাথে না মিশতে পারে সে বিষয়ে অভিভাবকদের আরেকটু অধিকতর সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে সকলের সুচিন্তিত পরামর্শ আশা করছি।
অনুরোধক্রমে
মংচিংনু মারমা
উপজেলা নির্বাহী অফিসার
সন্দ্বীপ, চট্টগ্রাম
২৩.৮.২০২৫ খ্রি.