আজ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:০৭ অপরাহ্ন
রবিবার, ১০ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স ফোরামের জমকালো ১যুগ পূর্তি উদযাপন

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::

গত ৭ই আগষ্ট বৃহস্পতিবার ২৫ইং চট্টগ্রাম নগরীর হালিশহর পিসিরোডস্থ জেপি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ! চট্টগ্রাম সহ সারাদেশে সরকারি বেসরকারি পলিটেকনিকে ইনস্টিটিউট অধ্যায়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ! এতে উপস্থিত ছিলেন ফোরামের সদস্যরা, সাবেক সদস্য, রাজনীতিক, সাংবাদিক, পেশাজীবী, ছাত্র সংগঠন ও সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।

সংগঠনে আহবায়ক মেহরাব হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুজ্জামান নিশাদ ও সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম সাব্বিরের সঞ্চলনায়,  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশেষ দফতরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং, সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগ এর আহবায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি,  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার চট্টগ্রাম এর সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান!

এতো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজমত আলী বাহাদুর, জামশেদুল আলম, ফোরকান উদ্দিন রিজভী,  এডভোকেট সেকান্দর বাদশা, মোহাম্মদ মাকছুদুর রহমান, প্রধান বক্তা হিসাবে ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ সন্দ্বীপ এর সদস্য সচিব ও সংগঠনে উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার লায়ন মো মোমেন, বিশেষ বক্তা হিসাবে ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য পিএসসি গ্রুপের সহ-কারি ম্যানেজার মোক্তাদের মাওলা রিপন, সিতাকুন্ড পৌরসভার এলজিইডি উপ-সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সদস্য মোহাম্মদ আবু তাহের সমাজ কর্মী ইকবাল ইবনে মালেক, বদরশাহ পলিটেকনিক ইনস্টিটিউট অফ সাইন্স টেকনোলজির পরিচালক মাহবুব রহমান ,এনসিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এহেছানুল হক জুবায়ের এবং দৈনিক সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার।

অনুষ্ঠানে দেশের বাহিরে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিওডি সদস্য ইঞ্জিনিয়ার জুয়েল আফসার রায়হান এবং উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই খাতের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার। বক্তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে দ্রুত চাকরির সুযোগ সৃষ্টি হয়, ফলে বেকারত্ব কমে আসে এবং দেশে দক্ষ জনশক্তির জোগান বাড়ে।

ফোরামের সদস্যরা এ সময় সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ফোরামের অনুষ্ঠানে শ্লোগান ছিল: "দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ”

উল্লেখ্য ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম এর  মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যায়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের এবং সাবেক কমিউনিটি বৃদ্ধি ও সন্দ্বীপের কারিগরি শিক্ষা প্রসারে বৃদ্ধিতে কাজ করছে।