আজ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ || ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৫:১০ পূর্বাহ্ন
রবিবার, ১১ মে, ২০২৫   |   sonalisandwip.com
জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামকে আধুনিক ও উন্নতমানের নগরীতে পরিণত করার ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য- চসিক মেয়র

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদ্যাপন উপলক্ষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ০৭ মে, ২০২৫সকালে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, র‌্যালী এবং বিকালে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় ১৫জন প্রকৌশলীকে বিশেষ সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, সঙ্গীতানুষ্ঠান এবং র‌্যাফল ড্র এর আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্ব করেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, চুয়েটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সহ-সভাপতি প্রকৌশলী মোমিনুল হক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য-সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব জনাব কাদের গণি চৌধুরী, ড্যাব চট্টগ্রামের চেয়ারম্যান ডাঃ খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য-সচিব ও সিডিএর বোর্ড মেম্বার জনাব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ শাহনেওয়াজ।
কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায়। অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট ও পুস্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, দেশের সকল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বিশে^র প্রযুক্তি নির্ভর দেশসমূহের কাতারে বাংলাদেশকে উন্নীত করার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামকে আধুনিক ও  উন্নতমানের নগরীতে পরিণত করার ক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন। মেয়র বলেন, চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় পর্যটন নগরী এবং হেলদি, গ্রীন ও নিরাপদ নগরী হিসেবে তৈরী করার জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে প্রকৌশলীদের সহযোগিতা কামনা করেন।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে প্রকৌশলী নেতৃত্ব অপরিহার্য। এজন্য বিদেশী প্রকৌশলীদের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের মেধাবী প্রকৌশলীদের কাজে লাগানোর আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের প্রকৌশলী সমাজকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং প্রকৌশলীদের গুণগতমান বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
এর আগে আইইবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কেন্দ্রের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ঘোড়ার গাড়ি, ব্যান্ডপার্টি ও বিভিন্ন দাবী সম্বলিত প্লেকার্ড নিয়ে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লালখান বাজার মোড থেকে শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক দিয়ে কাজির দেউড়ী মোড হয়ে পুনরায় কেন্দ্রে ফিরে আসে। এই উপলক্ষে কেন্দ্র ভবন নানা রংয়ের পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। রাতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ। এরপর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আবু জাফর এর সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতার ১০টি গ্রুপে ৩৯টি ইভেন্টে ১৯৫জন বিজয়ীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নুরুল করিম, চুয়েটের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হক, এ্যাব চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম, এপিকের চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবির, এফইএবি এর সহ-সভাপতি প্রকৌশলী মোমিনুল হক, ইস্টার্ন রিফাইনারীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শরিফ হাসনাত, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, পিডিবি’র প্রধান প্রকৌশলী প্রকৌশলী গোলাম হায়দার ও প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে পূর্ব এর প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রায়হান আহমেদ, আল ইত্তেফাক টেক্সটাইলের নির্বাহী পরিচালক প্রকৌশলী মঈনুল ইসলাম খোকা ও সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য উইন্ডো ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এভারবেস্ট কনসোর্টিয়াম লিঃ এর পরিচালক প্রকৌশলী শায়লা সানজিদা এবং এল জে ইঞ্জিনিয়ারিং এন্ড এডুকেশন-ট্রাভেলার ডট কম প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফাউন্ডার প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র প্রকৌশলী ও কেন্দ্রের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এ.এস.এম. নাসিরুদ্দীন চৌধুরী, পিইঞ্জ.  আইইবি’র প্রতিষ্ঠা ও উন্নয়ন নিয়ে তাঁর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত শিল্পী হিসেবে দেবাশীষ চৌধুরী ও রাহিয়াতুন জান্নাত সঙ্গীত পরিবেশন করেন এবং র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।