আজ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ || ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৫:৪১ পূর্বাহ্ন
শনিবার, ১০ মে, ২০২৫   |   sonalisandwip.com
কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোবারক হোসেন ভূঁইয়া (সোনালী সন্দ্বীপ) ::

কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল ২০২৫ গত ৩মে শনিবার নগরীর আগ্রাবাদ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ।

হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলার স্বত্ত্বাধিকারী মোঃ শাহাজাহান।  
সভাপতির বক্তব্যে কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলার স্বত্ত্বাধিকারী মোঃ শাহাজাহান বলেন - আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা পবিত্র হজ্ব পালন করে সুন্দর ভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার মুয়াল্লিমেরা আপনাদের খেদমতে নিয়জিত থাকবে। তাদের সাথে সাথে থাকবেন।

কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মায়ফুল ইসলামI স্বাগত বক্তব্য রাখেন কাফেলার মুনাজ্জিম কাজী মুহাম্মাদ সাদেকুল ইসলাম।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিজাম উদ্দিন।  স্বাস্থ্য সচেতনতা উপর বক্তব্য রাখেন  রাখেন  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল  ডাক্তার মোমিন উল্লাহ্ ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের আটাব এবং হাব এর সাবেক সভাপতি শাহ্ আলম, মিডিয়া ব্যক্তিত্ব ও ফয়েজ লেক লেকভিউ জামে মাসজিদে খতীব মাওলানা নুরুল আমিন মেহেদী।

হজ্ব পালনে বিভিন্ন বিষয়ে মূল আলোচনা করেন কাফকো জামে মসজিদের  ইমাম ও খতীব মাওলানা মুফতি আবুল হোসাইন, বায়তুল আদর্শ কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন, কাফেলার মুয়াল্লিম মাওলানা আরশারাফ আলী।

উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এর সাবেক ডিজিএম আমিনুর রসুল, কেয়া এন্টারপ্রাইজ  ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহেল। 
অতিথি বক্তরা বলেন, হজ্ব ইসলামের ফরজ আমল, আপনারা হজ্ব পালনের যাওয়ার পর সবচাইতে বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে।  আর আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং হজ্ব যেন সহজ করে দেয়। আপনারা অযথা সময় নষ্ট করবেনা, পাচঁ ওয়াক্ত  নামাজ জামাতে আদায় করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, জিকির করবেন আর দোয়া করবেন। আর হজ্বের আমল মুয়াল্লিম যেভাবে বলে সেভাবে পালন করবেন। কেয়া এন্টারপ্রাইজ হজ্ব কাফেলা  হজ্বের আমল শেষ করে হাজ্বিদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ স্থান জেয়ারত করানো হয়।