সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা’র উদ্যোগে সম্প্রতি কার্যনির্বাহী পরিষদের সভা ও সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হান্নান’র সহধর্মিণীর ইন্তেকালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হান্নান’র সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিন দোলন’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর ছিদ্দিকী।
মরহুমার স্মৃতিচারণ করে সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তামজিদুর রহমান, জসিম উদ্দিন বাদল, রেজাউল করিম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খান, মঞ্জুর আলম মিলাদ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও রাজউক কলেজের অধ্যাপক আনোয়ারুল কবীর। এ সময় সভাপতির সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনা এবং সংগঠনের প্রয়াত সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজবাহ উদ দৌজা, ইকরামুল বারী, মোঃ নজরুল ইসলাম শাহীন, আলমগীর হোসেন মনির, এহসান উল্লাহ লিখন, মোঃ শেখ ফরিদ, মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন, আসন্ন ঈদ পুনর্মিলনী, দ্বিবার্ষিক সাধারণ সভা এবং সংগঠনের ৭ম প্রকাশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
।