আজ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১০:৩৫ অপরাহ্ন
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
চট্টগ্রাম নগরীর হালিশহরের ‌‌‌'ন্যাশনাল গ্রামার স্কুল'র ভিন্নরকম বর্ষবরণ

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::
বাঙালি সংস্কৃতির অন্যতম দিন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের এ-দিনে  প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ। রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনটি উদযাপন করা হয় নানানভাবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে।
এ-দিনে যাই থাকুক, তবে বৈশাখী মেলা আর পান্তা-ইলিশ ছাড়া অপূর্ণতায় থেকে যায়  বাঙালির এ উৎসবমুখর দিনটি।
দিবসটিকে আরো তাৎপর্যপূর্ণ করতে প্রতি বছরের মত এ-বছরও জমকালো আয়োজনে বর্ষবরণ, বৈশাখী মেলা ও পান্তা-ইলিশের আয়োজন করেছে চট্টগ্রাম নগরীর হালিশহরের শীর্ষ বাংলা ও ইংলিশ (মিক্সড) মাধ্যম স্কুল ন্যাশনাল গ্রামার স্কুল।
১৪ এপ্রিল দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে হালিশহর আর্টিলারী ক্যাম্পাসে অনাড়ম্বর পরিবেশে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা, পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈশাখী মেলা উদ্বোধনকালে স্কুলের পরিচালক, লেখক ও সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, ন্যাশনাল গ্রামার স্কুল শিক্ষার্থীদের শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ রাখে না।  
আমরা বিশ্বাস করি বই ও ক্লাসের বাইরেও রয়েছে বিশাল জানার জগত। তাই ক্লাসের মতই অত্র বিদ্যালয়ে গুরুত্ব দেওয়া কো-কারিকুলার এ্যাকটিভিটিজগুলো। বছরব্যাপী ন্যাশনাল গ্রামার স্কুলে থাকে এমন নানান সৃজনশীল আয়োজন। শুধুমাত্র গত চার মাসেই আমরা একাধারে বই উৎসব, নবীন বরণ, পিঠা মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, বার্ষিক পিকনিক, বর্ণিল আয়োজনে বসন্ত বরণ, ভাষা ও শহিদ দিবস, রমজানে ঈদুল ফিতরের ঈদকার্ড প্রদান অনুষ্ঠান, প্রতিটা শিক্ষার্থীকে ঈদের সালামি প্রদান, জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং পান্তা-ইলিশ, বৈশাখ মেলা ও প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে সায়মা সঙ্গীত নিকেতন, সুরপঞ্চম সঙ্গীত নিকেতন ও অন্যান্য শিল্পীদের পরিচালনায়  জমকানো সাংস্কৃতিক অনুষ্ঠান টরিবেশিত হয়।
আমরা বিশ্বাস করি পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষার্থীদের জানার আছে আরো অনেক কিছু। তাই জ্ঞানের জগতকে আরো বিকশিত করতেই আমাদের এত নানান সৃজনশীল আয়োজন। 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার মনির মাহমুদ, 
গোলাম মোহাম্মদ চৌধুরী, ব্যাংকার ও সমাজ সেবক জিয়াউল ইসলাম চৌধুরী (নোমান),  আতিয়া আক্তার উষা, মো. আবু ইউসুফ প্রমুখ।
এ্যালিনা শারমিন নাহিদ এর সঞ্চালনায় এ-সময় স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে আকাশ মাহমুদ, সুফিয়া খানম, ফারজানা আক্তার, ফাহমিদা ইয়াছমিন রাহাত আরা তিশা, নুরজাহান পলি, শিরিন আক্তর, নুসরাত জাহান, মল্লিকা বিস্বাস শিক্ষার্থী ও  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।