আজ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ || ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৪:৩৫ অপরাহ্ন
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
ঈদ পরবর্তী প্রথম ক্লাসে শিক্ষার্থীদের ঈদ সালামি প্রদান করেছে ন্যাশনাল গ্রামার স্কুল

প্রতি বছরের মত এ- বছরও জমকালো ঈদ পুনর্মিলনী   অনুষ্ঠান ও ঈদ পরবর্তী প্রথম ক্লাসে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ঈদের সালামি প্রদান করা হয়।

 ৯ এপ্রিল সকালে উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমি জমজমাট এ-আয়োজনটি করেছে নগরীর হালিশহরের শীর্ষ বাংলা ও ইংলিশ (মিক্সড) মিডিয়াম স্কুল ন্যাশনাল গ্রামার স্কুল। চট্টগ্রাম নগরীর হালিশহর আর্টিলারী ক্যাম্পাসে অনাড়ম্বর পরিবেশে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে।


ঈদ পুনর্মিলনী ও ঈদের সালামি প্রদান অনুষ্ঠানে স্কুলের পরিচালক, লেখক ও সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোকিত মানুষ হতে হলে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করতে হবে। পরিশ্রমী হতে হবে। জীবনকে রাঙাতে হলে বই এর সাথে বন্ধুত্ব করতে হবে। সমাজে এখন অনেক সেরা মানুষ আছে। তোমাকে রঙিন জীবনের শীর্ষে থাকার লড়াই করতে হবে।

আমাদের ন্যাশনাল গ্রামার স্কুল বিগত ১৬ বছর এ ধরনের নানান ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রম করে আসছে। আমরা ভাবি আমাদের শিক্ষার্থীদের কথা। তোমরা খুশি হলে আমরা খুব খুশি হই। তোমাদের জীবনের কৃতিত্ব দেখলে আমরা আরো স্বপ্নবাজ হয়ে যায়। দেখতে চাই তোমাদেরকে সমাজে একজন কীর্তিমান মানুষ হিসেবে। তোমাদের মা-বাবারমত নিঃস্বার্থভাভে ভালোবেসে যাই আমরাও তোমদেরকে। আর মনের অজান্তেই তাকিয়ে থাকি তোমাদের একটি উন্নত ক্যারিয়ারের দিকে।

ফাহমিদা ইয়াছমিন এর সঞ্চালনায় এ-সময় স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে আকাশ মাহমুদ, সুফিয়া খানম, এ্যালিনা শারমিন নাহিদ, ফারজানা আক্তার, রাহাত আরা তিশা, নুরজাহান পলি, শিরিন আক্তর, নুসরাত জাহান, চিংকু শিক্ষার্থী ও  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।