আজ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৯:২৬ পূর্বাহ্ন
শনিবার, ০৮ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে এম রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোবারক হোসেন ভূঁইয়া ::


সন্দ্বীপস্থ ষোলশহর বাজার নিজস্ব কার্যালয়ে এম রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সন্দ্বীপের শিক্ষা ও স্বাস্থ্য সেবামূলক সংগঠন এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী এবং ব্যবসায়ী মোঃ আমিনুর রসুল ও সদস্যদের পৃষ্ঠপোষকতায় মগধরা ৯নং ওয়ার্ড ষোলশহর বাজার এলাকার অসহায়, গরীব এবং মেহনতী ৪ শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরন কর হয়।

প্রতি ব্যাগে ইফতারের সামগ্রী পরিমাণ ছিল ১৮.৫ কেজি। এবং  ১শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থের সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বেচ্চ ১০০০০/ টাকা পর্যন্ত ছিলো।

এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মাঈন উদ্দীন, সন্দ্বীপ মগধরা ষোলশহর বাজার কমিটির সভাপতি মাজহারুল ইসলাম মেম্বার, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইসলাম, বাবলু সওদাগর, মোঃ আলী, হুমায়ুন সওদাগর, তৈয়ব সওদাগর, আবদুল্লাহ সওদাগর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ মাইন উদ্দিন, সুমন সওদাগর, ব্যবসায়ী সোহেল, মাহবুব সওদাগর, ইসলাম মালাদার, ব্যবসায়ী সাহিদ, রহমতউল্লাহ, ইসলাম মালাদার, কবির মেম্বার, সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষক মোঃ আলা উদ্দিন আলো প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন ষোলশহর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহিদ।