আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:৩৯ পূর্বাহ্ন
বুধবার, ০৫ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন : ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করবে সংশ্লিষ্ট ডিলার

ইলিয়াস কামাল বাবু ; সোনালী সন্দ্বীপ :: 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ কর্মসূচি সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

আজ ৫ মার্চ সকাল সাড়ে ১০ টায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

এ সময় তিনি উপস্থিত সেবা গ্রহীতা,বিতরণকারী ডিলার ও ট্যাগ অফিসারকে উদ্দেশ্য করে বলেন- সরকার চালের বাজারকে স্থিতিশীল রাখতে এবং ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ন্যায্যমূল্যে এ চাউল বিতরণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

তিনি উপস্থিত চাউল গ্রহীতা নারী-পুরুষের উদ্দেশ্য করে আরে বলেন- বাজার মূল্য থেকে অনেক কম দামে মাত্র- ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করবে সংশ্লিষ্ট ডিলার। কোনো কারচুপি যেনো না হয়, কোনো অভিযোগ যেনো পাওয়া না যায় এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিলারকে সতর্ক করা হয় এবং ট্যাগ অফিসারকে এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।

এ সময় আরে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ সরকারী খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর ও অফিসার ইনচার্জ মো: মাইফুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অনুরূপ ঘোষ রায়, সন্দ্বীপ উপজেলা কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার ও রহমতপুর ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার- মো: সফিকুর রহমান।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের খাদ্য বিভাগ প্রতি ৩ মাস পরপর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

রহমতপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট- ৩০৫ জন কার্ডধারী নারী-পুরুষের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি ৪৫০ টাকায় এ চাউল সুলভে বিক্রয় করা হচ্ছে এবং এবার পবিত্র রমজান উপলক্ষে পর্যায়ক্রমে সন্দ্বীপের অন্যান্য ইউনিয়নেও অনুরূপ কর্মসূচি চলবে বলে সন্দ্বীপের খাদ্য বিভাগ কর্মকর্তা মো: মাইফুল ইসলাম এ প্রতিবেদক কে জানান।