”বেতার ও জলবায়ু পরিবর্তন” এই শ্লোগানকে সামনে রেখে জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কো কর্তৃক বিশ্বব্যাপী নির্ধারিত “১৪তম বিশ্ব বেতার দিবস ২০২৫” রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার আগারগাঁও-এ দিবসটি বেসরকারী ভাবে উদযাপন করে বিশ্বের বৃহত্তম এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে “আনন্দ র্যালী ও শ্রোতা আড্ডা”র আয়োজন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর নেতৃত্বে আনন্দ র্যালীতে অংশ নেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশুবিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা মহানগর ইউনিটের সভাপতি মো. ফিরোজ আলম (টিপু), সিলেট শাহপরান ইউনিটের যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, কার্যনির্বাহী সদস্য আবির দে ও সদস্য বাসু লাল দে, চট্টগ্রাম জেলা ইউনিটের সদস্য আজিম উল্যাহ ভূঁইয়া, চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা ইউনিটের সদস্য আল ইকরাম ক্বদর, চট্টগ্রাম রাউজান উপজেলা ইউনিটের সদস্য সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম ও মিলন বৈদ্য শুভ, সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. আরিফুল ইসলাম ও সদস্য মোনাফ হোসেন, পাবনা জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান নূর ও সদস্য মোছা. সুমাইয়া আক্তার, শরীয়তপুরের সদস্য সাইদুর রহমান (সাফিন), ফরিদপুরের মিথুন হোসেন (মুন), গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো. শহীদুল কায়সার (লিমন), টাঙ্গাইলের মো. আক্তার হোসেন প্রমুখ। র্যালীটি আগারগাঁও শের-ই-বাংলা নগর, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি সড়ক প্রদক্ষিণ করে জাতীয় বেতার ভবনে প্রবেশ করলে এতে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) এ এস এম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) মো. আবদুল হক, পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল, প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. রুবাইয়াত শামীম চৌধুরী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈদয় জাহিদুল ইসলাম, সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) কামাল আহমেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রোতা ও শ্রোতা ক্লাবের নেতৃবৃন্দ, বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিল্পী কলাকুশলী এবং সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ র্যালীতে অংশগ্রহণকারী সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সকল সদস্য ও অন্যান্য শ্রোতাদের বেতার দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ প্রতি বছর ধারাবাহিক ভাবে বেতার দিবসটি উদযাপন করে যাচ্ছে। এই শ্রোতা ক্লাবের সদস্যবৃন্দ রাষ্ট্রীয় বাংলাদেশ বেতার ও অন্যান্য আন্তর্জাতিক বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট বেতার কর্তৃপক্ষকে লিখিত ভাবে চিঠি-ইমেইল-এসএমএস-সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে মতামত ও পরামর্শ দিয়ে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতা করে থাকে। এছাড়া বেতারের প্রচার-প্রসার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, শ্রোতা বৃদ্ধি ও নতুনদের বেতার অনুষ্ঠান শুনতে উৎসাহিত করণ সহ নানা রকম সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের ইতিবাচক কাজে ভূমিকা রাখছে।