আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:২৬ পূর্বাহ্ন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপ পৌরসভা মার্কেট মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন ;; সোনালী সন্দ্বীপ ::  সন্দ্বীপ পৌরসভা মার্কেট মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অত্যান্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।

মাহফিল শেষে পৌরসভা বিএনপির আহব্বায়ক রিপন তালুকদারের শারিরীক সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।

১৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভা ৪নং ওয়ার্ডে অবস্থিত পৌর মার্কেটে আয়োজিত এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।

এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাদানীনগর তালিমিয়া বোর্ডের মহাসচিব আল্লামা জামাল উদ্দিন মাহমুদ।

বিশেষ বক্তা হিসাবে বক্তা হিসাবে বক্তব্য রাখেন- সন্দ্বীপ পৌর মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম, মগধরা হামিউসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদউল্যা ও মাওলানা আব্দুল মোমেন। তরুন ওয়ায়েজ হিসাবে সুললিত কন্ঠে বক্তব্য রাখেন সন্দ্বীপ টাউন ফোরকানীয়া মাদ্রাসার সাধারন সম্পাদক এয়ার বাংলা আনোয়ার।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম শিমুল।

মূল আয়োজক ও সার্বিক তত্বাবধানে ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাঈন উদ্দিন, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আকতার হোসেন, সাধারন সম্পাদক আলী বাহাদুর সোহাগ পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আকরাম হাসান,ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আরেফিন শুভ। অন্যান্যদের মধ্যে পৌরসভা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী রিপন সওদাগর, ইসমাঈল হোসেন সওদাগর ও সকল ব্যবসায়ী বৃন্দ।

ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন. ওয়াজ মাহফিল শুধু ধর্মীয় আলোচনা নয়, এটি তরুণদের জন্য একটি নৈতিক শিক্ষা ও সামাজিক ঐক্যের প্ল্যাটফর্ম।

এ মাহফিলে অংশগ্রহণ করে তরুণরা বিভিন্ন ইসলামি শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান সম্পর্কে অবগত হয়। তাদের মধ্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মানসিকতা জাগ্রত হয়।বর্তমানে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে ওয়াজ মাহফিল আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বক্তারা এখন তরুণদের মানসিকতা ও প্রয়োজনের দিকে নজর দিয়ে বিষয় নির্বাচন করেন। তরুণদের দৃষ্টিভঙ্গি ওয়াজ মাহফিল সম্পর্কে অত্যন্ত ইতিবাচক।

তবে কিছু ক্ষেত্রে তরুণরা ওয়াজ মাহফিল নিয়ে সমালোচনাও করে। বিশেষ করে, কিছু বক্তার বিতর্কিত বক্তব্য এবং অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা তাদের হতাশ করে। তরুণরা আশা করে, ওয়াজ মাহফিল হবে জ্ঞানভিত্তিক, যুক্তিপূর্ণ এবং সহনশীল।