আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:২৩ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপবাসীর নৌ যাতায়াত সহ সার্বিক উন্নয়নে যাদুর কাঠির ছোঁয়া লেগেছে

ইলিয়াস কামাল বাবু (সোনালী সন্দ্বীপ) :: পূর্ব সিদ্ধান্তানুযায়ী সন্দ্বীপবাসীর নৌ-যাতায়াতের সেবা সহজীকরনণের লক্ষ্যে ঘাটসমূহের শুল্কায়ন,নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে সরাসরি বিআইডব্লিউটিএ'র অধীনে পরিচালিত করার লক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সন্দ্বীপবাসীদের উপস্থিতিতে গুপ্তছড়া ঘাট টার্মিনাল চত্বরে ১১ জানুয়ারি দুপুর ১২ টায় বিআইডব্লিউটি'র উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

তিনি প্রধান অতিথি'র বক্তব্য রাখতে গিয়ে বলেন- সন্দ্বীপের কৃতি সন্তান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানী, যোগাযোগ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবীর খান এর প্রত্যক্ষ সহযোগিতায় ইতোমধ্যে সন্দ্বীপকে নৌ-মন্ত্রাণালয়, নদী বন্দর ঘোষণা করেছে। এখন সন্দ্বীপবাসীদের দীর্ঘদিনের সমস্যা ফেরী সার্ভিস চালুর মাধ্যমে চট্টগ্রাম এর সাথে সরাসরি যোগাযোগ এর ব্যবস্থা এখন অপেক্ষার পালা এবং অচিরেই এর অবসান ঘটবে।

বিশেষ অতিথি'র বক্তব্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তাফা মোস্তফা বলেন, সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা ঘাট নিয়ে দীর্ঘদিনের যে দন্ধ ছিলো তার নিরসন হয়েছে। এখন একক কর্তৃত্বে ঘাট সমূহ পরিচালনা করবে বিআইডব্লিউটিএ এবং এর ফলে সন্দ্বীপবাসী বিড়ম্বনাহীন ও ন্যায্য ভাড়ায় কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে নিত্য আসা-যাওয়া করতে পারবে।

সভাপতির ভাষণে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আজ সকালেই, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা পরিষদের ত্রিপক্ষীয় বৈঠকে সন্দ্বীপের কুমিরা-গুপ্তছড়া নৌ ঘাটের দীর্ঘদিনের দন্ধ নিরসনে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এখন থেকে ঘাট উন্মুক্ত ও সিন্ডিকেট মুক্ত, একাধিক মালিকানায় চালিত নৌযানে কম ভাড়ায় যাতায়াত করতে পারবে।

তিনি বলেন, নোয়াখালীর সাথে সন্দ্বীপের সীমানা সংক্রান্ত সমস্যা আছে বিশেষ করে উড়িরচরের তা অচিরেই সমাধান করা হবে।

এতে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন - চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামি'র সভাপতি আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া,সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী'র সভাপতি সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী মাওলানা আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতা ও রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, সন্দ্বীপ সন্দ্বীপ পৌরসভার সাবেক প্যানেল মেয়র, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব ও সন্দ্বীপ টাউন মার্চ্চেন্ট এসোসিয়েশন এর সভপতি, সরকারী হাজী এ.বি কলেজের সাবেক জি.এস আবুল বশার সহ অন্যান্য উপজেলা বিএনপব ' র নেতৃবৃন্দ এবং সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভিপতি মোজাম্মেল হোসেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার অন্যতম সমম্বয়ক সাইফুর রহমান খান, সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো: জসিমউদদীন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, বাংলাদেশ গণ সংহতি আন্দোলনের আহবায়ক মনিরুল হুদা বাবন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী'র সভাপতি আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম সন্দ্বীপে নবনির্মিতব্য ফেরী সার্ভিস ল্যান্ডিং স্টেশন এর সড়ক প্রকল্পর কর্মকতা বাংলাদেশ সেনাবাহিনী'র কর্ণেল এমরান ইসলাম ভূঁইয়া, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম শান্ত বিপিএম।

দুপুরে মধ্যহ্ন ভোজের পর আগত অতিথি'রা সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে কমপ্লেক্স কম্পাউন্ডে নির্মিত অফিসার্স ক্লাবের দ্বিতল ভবন, উপজেলা ইনডোর প্লে গ্রাউন্ড ও শিশুদের চিত্ত বিনোদনের জন্য মিনি শিশু পার্ক ফিতা কেটে উদ্বোধন করেন।