আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০১:২৩ অপরাহ্ন
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি, সংবেদনশীল, উদ্দীপনামুলক যত্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইলিয়াস কামাল বাবু ( সোনালী সন্দ্বীপ) :: `যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনf' এই শ্লোগানকে সামনে রেখে সন্দ্বীপে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন (মডিউল - ১) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জানুয়ারি সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক এর সঞ্চালনায় এ কর্মশালায় রিসোর্স পুল হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.ক কর্মকর্তা ডা. এস এম মোহাম্মদ উল্ল্যাহ মিজান, উপজেলা প.প কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মোহসীন আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ছফি উল্লাহ।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় গর্ভকালীন মায়েদের পুষ্টির গুরুত্ব এবং শিশুর বিকাশ, খাবার খাওয়ার গুরুত্ব ও তার পরিমাণ, গর্ভকালীন মায়ের যত্ন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের খাদ্য ও পুষ্টি, ভিটামিন, আয়োডিন, আইরন, ক্যালসিয়াম ও জিংক সমৃদ্ধ খাবার ও এর ভূমিকা সম্পর্কিত অধিবেশনে বিষদ আলোচনা হয়।

মোট ৩ টি গ্রুপে বিভক্ত এ প্রশিক্ষণ কর্মশালায় সন্দ্বীপের পরিবার পরিকল্পনা দপ্তরের ইউনিয়ন মাঠকর্মী ৬২ জন এবং ইউনিয়ন স্বাস্থ্যকর্মী৬২ জন, সর্বমোট ১২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

ইউনিসেফ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহযোগিতায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে সন্দ্বীপ মহিলা বিষয়ক অধিদপ্তরের সন্দ্বীপ কার্যালয় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ২৮ জানুয়ারী বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।