মিথ্যাবাদী রাখাল আদতে কি মিথ্যাবাদী ছিল?
নাকি বাঘ বার বার রাখালের কাছে এসেছিল,
সুবোধ রাখালের সহজিয়া জীবনের গল্প শুনতে চেয়েছিল।
কিন্তু রাখালের চারপাশের মিথ্যাবাদী, জটিল, কুটিল
মানুষগুলোকে দূর থেকে দেখেই ঘৃণায়,ভয়ে নয়,
রাখালের সাহচর্য ছেড়ে থুথু ফেলে চলে গেল।
ওদিকে বাঘ প্রকৃতির সন্তান রাখাল বালককে
ভ্রষ্ট সমাজের পঙ্কিলতা থেকে মুক্ত করে
তার পিঠে রাখালকে সওয়ার করে
গভীর বনে একটি উম্মুক্ত অভয়ারণ্য উপহার দিল।
অথচ মিথ্যাচারী সমাজ উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে
সরল প্রাণ রাখালকে গোয়েবলসীয় কায়দায় মিথ্যার দায়ভার চাপিয়ে দিল
যেভাবে প্রতি নিয়ত আমাদের সমাজপতিগন
জনমদু:খী আসমানী আর সখিনাদের উপর চাপিয়ে দেয়।
এভাবেই মিথ্যার মোড়লীপনা
আজ বিশ্বায়নের চোখ ধাঁধাঁনো স্মারক চিহ্ন হয়ে রইল।
আমরাও নীরব নপুংসক সাক্ষীগোপাল হয়ে
সুখের ঢেকুর তুলছি।