মোবারক হোসেন ভূঁইয়া (সোনালী সন্দ্বীপ) । ।
রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারলে দেশে শান্তি ফিরে আসবে । মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ আমরা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে চর্চা করতে পারলে দেশের কল্যাণ বয়ে আনবে। তার আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে একটি বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
গতকাল চট্টগ্রামের ফয়েসলেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আওলাদে রাসুল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাসূলের দেখানো পথ অনুসরণ করলে, সমাজে কোনো পাপাচার, অন্যায়-অবিচার থাকবে না। আমাদের নবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই উম্মতের মুক্তির পথ। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, দেশ-কাল নির্বিশেষে সবার জন্যই প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। হযরত মুহাম্মাদ (সাঃ) বিশ্বমানবতার জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক।
আইল্যান্ড সিকিউরিটিস লিমিটেড চেয়ারম্যান মহিউদ্দীন এফসিএমএ এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লেকভিও আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন মাহদী, আবদুল হামিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম, লেকভিও আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, ফয়েসলেক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সোলাইমানসহ অনেকেই।
এতে উপস্থিত ছিলেন ফয়েসলেক লেকভিউ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, আলহাজ্ব আলী আব্বাস জমিদার, মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক আবদুল মতিন চৌধুরী, মাহফিল পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য মোঃ শিব্বির আহমেদ, সদস্য মোঃ জসিম উদ্দিন, সদস্য আবু তাহেরসহ অনেকেই।