আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৫:৪৪ পূর্বাহ্ন
সোমবার, ১০ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইলিয়াস কামাল বাবু ::: "ক্ষমতার পালাবদল নয়, কাঙ্খিত মুক্তির জন্য প্রয়োজন আদর্শিক পরিবর্তন " এই শ্লোগানকে ধারন করে সন্দ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

১০ মার্চ, বিকাল ৩ টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার আয়োজনে এবং কমপ্লেক্স কম্পাউন্ডের কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - হেফাজতে ইসলামীর নেতা মাওলানা জায়েদউল্লাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের স্বাধীনতা - সার্বভৌমত্বকে সর্বাগ্রে রেখে দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। প্রচলিত শাসন ব্যাবস্থা বিলুপ্ত সাধন করে তারা ইসলামী শাসন ব্যাবস্থা কায়েম করতে চান, তাই সংগঠনকে তৃনমুল পর্যায় ঢেলে সাজাতে কাজ চলছে, পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে আগামীতে বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তোলার ডাক এসেছে তাই আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।

দ্বি-বার্ষিক সম্মেলনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার নতুন নেতৃত্ব হিসেবে মাওলানা মোহাম্মদ ইসমাইলকে সভাপতি ও মাওলানা মোহাম্মদ সুলতানুল ইসলাম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। সম্মেলনে সন্দ্বীপের পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ হতে সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

দোয়া মহফিল শেষে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশ নেন।