যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী গাছুয়া ইউনিয়নের সন্তান মনিরুজ্জামান চৌধুরী শিমুল এর পক্ষ থেকে সমাজের অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ পরিবারের ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানা ৮০ জন ছাত্র ছাত্রীদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত ৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চৌধুরী বাড়িতে এ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন- বাউরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, মনিরুজ্জামান চৌধুরী শিমুল, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, গাছুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগম প্রমুখ।