আজ বুধবার, ২১ মে, ২০২৫ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১০:২৫ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২০ মে, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপের সন্তান ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২ এর মেম্বার নির্বাচিত

সন্দ্বীপ সোসাইটি ইউএসএ'র সভাপতি, কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছর ২০২৫ -২০২৭ তিনি এই দায়িত্ব পালন করবেন।

কমিউনিটি বোর্ড ১২ এর এলাকা হচ্ছে কেনসিংটন, বরো পার্ক, ওশান পার্কওয়ে, মিডউড। এই এলাকাগুলির বাজেট, উন্নয়ন, পুলিশী কর্মকান্ড, যাতায়াত, পার্কসহ নানান বিষয়ে কমিউনিটি বোর্ড ১২ নিউ ইয়র্ক সিটি মেয়র, বোরো প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার দের সাথে কাজ করেন।

ফিরোজ আহমেদ এর আগেও কমুনিটির বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন। তিনি বাংলাদেশ সোসাইটি ইনক এর দুই বারের সাবেক নির্বাচন কমিশনার, সাবেক মেম্বার সেক্রেটারি ফোবানা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সন্দ্বীপ সোসাইটি ইউএসএ, ফোবানা বর্তমান স্টিয়ারিং কমিটির ট্রেজারার, নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব এর সদস্যসহ আরো অনেক প্রতিষ্ঠান এর সাথে নানা জনহিতকর কাজে অব্যাহত ভাবে যুক্ত রয়েছেন।

অভিনন্দন : সন্দ্বীপ সোসাইটি ইউএসএ'র সভাপতি, কমিউনিটি এক্টিভিস্ট, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ ব্রুকলিন কমিউনিটি বোর্ড ১২ এর বোর্ড মেম্বার নির্বাচিত হওয়ায় সন্দ্বীপ সোসাইটি ইউএসএ, লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০/আর-২, সোনালী মিডিয়া পরিবার সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।