বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্প বাণিজ্য ও পেশাজিবী সন্দ্বীপ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্প বাণিজ্য ও পেশাজিবী সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে শিল্প বাণিজ্য ও পেশাজিবী সহঃ সভাপতি শরিফ মোহাম্সমদ সাইফুলাহর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ঊপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন শিকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ শহর সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা ।