আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:৫২ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদযাপন 

মোবারক হোসেন ভূঁইয়া :: সোনালী সন্দ্বীপ ::

সন্দ্বীপের প্রথম ও একমাত্র ইনস্টিটিউট বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল এক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়।

দুপুর ২টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

মাহমুদুল হাসান এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাহবুবুল মাওলা।

নবাগত শিক্ষাথী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদাউছ, মোঃ মজনুর খাঁন, মোঃ রাফা ফাহিম সবুর খান-সুপার, বদরশাহ তালিমুল উম্মাহ আদর্শ   মাদ্রাসা, আবদুল মতিন, সাবেক চেয়ারম্যান মাইটভাঙ্গা ইউনিয়ন, সাইফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার, সংযোগ  ফাউন্ডেশন,  উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী  ইন্জিনিয়ার তাজ উদ্দিন সুমন, আব্দুল আলীম, নির্বাহী প্রকৌশলী, সন্দ্বীপ উপজেলা।

কুরআন  তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এতে অন্যান্য দের মধ্যে  উপস্থিত ছিলেন কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর মোঃ ইমতিয়াজ , আনন্দ রায় এবং ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মতিউর রহমান এবং শামসুর রহমান।

আনন্দমুখর পরিবেশে নবাগত শিক্ষাথী, অতিথিবৃন্দের উপস্হিতিতে একটি স্মরণীয় ফটোসেশান সম্পন্ন হয়।
বদরশাহ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি-নির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে একটি উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। নবাগত শিক্ষার্থীদের এই উষ্ণ অভ্যর্থনা তাদের শিক্ষাজীবনের একটি স্মরণীয় শুরু হয়ে থাকবে।.