মুছাপুর ইয়ুথ ফোরাম সন্দ্বীপ চট্টগ্রামের উদ্যোগে আজ চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আগামী ২০২৫ সেশনের জন্য কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি এন এম শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভুঁঈয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন শিকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের, সন্দ্বীপ গণ-উন্নয়ন পরিষদ সভাপতি আলতাফ উদ্দিন ভুঁইয়া, অধ্যক্ষ নাসির উদ্দিন, ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দীন, নুরুল আহাদ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা ওবায়েদ উল্লাহ তরিক প্রমুখ।
ইফতার মাহফিল শেষে ফোরামের নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আগামী সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম কামরুল হাসান এবং সিঃ সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল কাদের।
ফোরামের সদস্য আহছান উল্যাহকে আইইউসির প্রভাষক হওয়ায় এবং সদস্য ডাঃ আবদুল্যাহ সায়েমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও বিদায়ী সভাপতি এন এম শিহাব উদ্দিনকে সফল সভাপতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন সরকারী মহসিন কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম সন্দ্বীপের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুল কবির শামিম, সন্তোষপুর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সেলিম উদ্দিন মাহমুদ, গাছুয়া ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আনোয়ার শাহাদাত রিয়াদ ও সেক্রেটারি আ জ মু ইসলাম সোহেল সহ সন্দ্বীপের অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।