আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৫:৩৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
১৫ রোজার পরে কাঙ্ক্ষিত ক্রেতার সমাবেশ ঘটবে আশা সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স ব্যবসায়ীদের

ইলিয়াস কামাল বাবু  :: সোনালী সন্দ্বীপ ::

রাত পোহালেই ১২ ই রমজান এবং রমজান শেষেই ৩১ মার্চ অথবা ১ এপ্রিল মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর অর্থাৎ রমজানের ঈদ। আর এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মার্চ্চেন্ট এসোসিয়েশনের পক্ষ হতে ঈদ বিক্রয় উৎসবে ক্রেতা সাধারণের দুষ্টি কাড়তে নির্মাণ করে কমপ্লেক্স মার্কেটের দুই মাথায় এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত ও ঈদ উৎসবকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন সম্বলিত দুটি তোড়ন।

এ ছাড়া রাতের কেনা-কাটার বাড়তি আমেজ সৃষ্টিতে বড়-বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ব্যবস্থা করে রঙীন আলোক সজ্জার। বিশেষ করে গ্রীন চিলিজ রেস্তোরাঁ, রাজকন্যা, রেইমেন্ট উল্লেখযোগ্য। যদিও এখনও উপচে পড়া ক্রেতার ভীড় নেই, তবুও ব্যবসায়ীরা আশা করছেন ১৫ রোজার পরে কাঙ্ক্ষিত

ক্রেতার সমাবেশ ঘটবে, কেনাকাটায় ব্যস্ততা বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীরা এ প্রতিবেদকের কাছে তাদের অভিমত ব্যক্ত করেন। কোনো কোনো ব্যবসায়ী বর্তমান সময়ে অনেক সাধারণ ক্রেতাদের আর্থিক সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত বিক্রয় উৎসব জমে ওঠবে কি না সে সম্পর্কে তারা সন্ধিহান।

এ দিকে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: আবুল বশার ও সাধারণ সম্পাদক মো: জাবেদ এ প্রতিবেদককে বলেন- তারা ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করছেন,ক্রেতা সাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনায় রেখে ঈদ কেনাকাটাকে সহনীয় পর্যায়ে রাখতে তারা ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহবান রাখেন, যাতে ঈদ বিক্রয় উৎসব সত্যিকার অর্থেই জমে ওঠতে পারে।

এ ছাড়া ঈদ বিক্রয় উৎসব কে নির্বিঘ্ন ও নিরাপত্তা বলয়ে রাখতে সিসিটিভি সচল রাখা,স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রশাসনের সাথে পরামর্শ করে পুলিশী টহলের ব্যবস্থা নিয়েছেন বলে জানান।

১৩ ই মার্চ ' ২০২৫ খ্রি :