ইলিয়াস কামাল বাবু (সোনালী সন্দ্বীপ)::
প্রতিবছরের ন্যয় এ বছরও সন্দ্বীপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের নিয়ে আন্ত:পৌরসভা বার্ষিক শিক্ষাপদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: নিজামউদ্দীনের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক। দিনব্যাপী এ ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতায় মোট ৪৬ টি ইভেন্টে দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।
এতে সার্বিক সহযোগিতা ও বিচারকের দায়িত্ব পালন করেন - সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, থানা উন্নয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম,রহিমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসাদ বেগম,পূর্ব হরিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রাণী শীল, আলীমুর মহসীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুফিয়ান, কাজীর খিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা বণিক, রহমতপুর উত্তর-পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা, মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী চৌধুরী, পশ্চিম- কুচিয়ামোড়া হুমায়ুন কবির সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন। সহকরী শিক্ষক - মাকসুদুর রহমান নিজাম, ইকবাল শরীফ, আকবর হোসেন,মাসুক এলাহী, আবদুল মতিন,রাশেদা বেগম,মোমেনা বেগম, খাদিজা বিনতে ওমর প্রমুখ।
সন্দ্বীপ পৌরসভার প্রাথমিক বিদ্যালয় সমূহের এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যাবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করেন- আহবায়ক - মাস্টার কামরুজ্জামান, যুগ্ম আহবায়ক - মাস্টার নুরুল আফসার, মাস্টার গোলাম মহিউদ্দিন। উপদেষ্টা ছিলেন- সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।