আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:২৮ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইলিয়াস কামাল বাবু::

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবার দিবসের প্রতিপাদ্য বিষয় "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কল্যাণ উন্নয়ন"কে সামনে রেখে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

উপজেলা মহিলা অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আবদুল খালেক এর সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন - উপজেলা প্রাণী সম্পদ অফিসার,ডা. আলী আজম, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন,উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ রায়, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জাকির হোসেন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মহসীন আলম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজর মানস নন্দী,উপজেলা ফুড ইন্সপেক্টর মাইফুল ইসলাম, কৃষি ব্যাংক ম্যানেজার আক্তারুজ্জামান সুজন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা জাফর ইসলাম, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, মুছাপুর এবি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করীম বাবুল,আজিমপু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আজাদ।

রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আকতার, গাছুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকেয়া বেগম, হারামিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুবনা বেগম, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরাইয়া বেগম,কালাপানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন - নারী অধিকার এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত না হলেও বাংলাদেশের নারীরা আগের যে কোনো সময়ের চাইতে অনেক স্বাধীনতা ভোগ করছে, নারীর ক্ষমতায়ন হচ্ছে। তাই নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীদেরকেই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।