আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০১:১২ অপরাহ্ন
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

Badal Roy Shadin বাদল রায় স্বাধীন (সোনালী সন্দ্বীপ) ::

বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে পৌরসভা বিএনপি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন।

সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য(দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা ইন্জিনিয়ার বেলায়েত হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামসিদুর রহমান,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আজমত আলী বাহাদুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক যথাক্রমে মাহবুবুল আলম শিমুল, মোঃ মাঈন উদ্দিন, সাবেক কমিশনার নাজিম উদ্দিন, সাইফুর রহমান শামীম, যুবদল নেতা আফচার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন শামীম সহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- আজকে প্রতিটি বিএনপি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। এই আনন্দ সারাদেশের লাখো কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ, পুরো বাংলাদেশের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম-খুনে জর্জরিত ছিলো, এখন সে সংকট কেটে গেছে, তাই এখন দল পুনর্গঠন করতে হবে। আমরা যদি দল পুনর্গঠন করতে পারি তাহলে আশা করি জনগণের সমর্থন পাবো। দল যত দ্রুত পুনর্গঠন করতে পারবো রাষ্ট্র তত দ্রুত মেরামত করতে পারবো। তবে অহেতুক যারা অন্য দলের লেজুরবৃত্তি করতো তাদের সংযুক্ত করা যাবেনা। কেউ তেমন করলে তার দায়ভার নিতে হবে।