আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৫:১১ অপরাহ্ন
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের ইফতার মাহফিল চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল বাদ জোহর খতমে কুরআন ও বাদ আসর মিলাদ মাহফিল পরবর্তী এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও দেশবাসীর জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদদের সম্মানে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফারহাদ উদ্দীন সোহাগ।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এর সভাপতিত্বে ও ইফতার মাহফিল আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ শফিউল আজম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক আলম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ নুরুল আবছার।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন- সিএন্ডএফ এজেন্টদের জন্য একটি ব্যবসাবান্ধব কর্মপরিবেশ তৈরি করা এবং সিএন্ডএফ এজেন্টদের বিরুদ্ধে যেসব কালো আইন রয়েছে সেগুলো রহিত করার প্রত্যয় ব্যক্ত করে এ ব্যাপারে এসোসিয়েশনের সদস্যদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

তিনি ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রাণপ্রিয় সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাপন করেন।

ইফতার মাহফিলে এসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন কাস্টম হাউস চট্টগ্রামের কমিশনার মোঃ জাকির হোসেন ও অতিরিক্ত কমিশনার মোঃ তফহির উদ্দিন ভুইয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার শওকত আদী সাদী, শ্রম অধিপ্তর চট্টগ্রামের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাফা'র ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা, মোংলা ও বেনাপোল কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী ও নির্বাচন কমিশনারবৃন্দ।