আজ রবিবার, ১৬ মার্চ, ২০২৫ || ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার, ০২:০৬ অপরাহ্ন
রবিবার, ১৬ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
বাংলাদেশ জামায়েত ইসলামী আমুচিয়া ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ মন্নান :: বাংলাদেশ জামায়েত ইসলামী বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) কালাইয়ার হাট বাজারস্হ জামায়াত ইসলামী আমুচিয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম সওদাগরের সভাপতিত্বে     
এডভোকেট সাজ্জাদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮-আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য পদপ্রার্থী ও বোয়ালখালী নায়েবে আমির ডাঃ আবু নাসের। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলার সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন।

বক্তারা বলেন দেশের সাধারণ জনগণের নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব এই দায়িত্ব পালন প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে সন্ত্রাস প্রতিরোধে জনসাধারণ প্রশাসনকে সহায়তা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলার পশ্চিম এর অফিস ও সাহিত্য সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম, ছাত্র  শিবিরের বোয়ালখালী পুর্ব সভাপতি গিয়াস উদ্দিন,সাবেক ছাত্র শিবিরের নেতা আবুল হোসেন, মিনহাজুল ইসলাম মাসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সেকান্দর কধুরখীল ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক, আমুচিয়ার সহ সেক্রেটারি সাইহাম রাব্বি, আমুচিয়া বাইতুল মাল সম্পাদক কচিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পাঠ করেন মাওলানা দিদারুল ইসলাম।