এম এ মন্নান (চট্টগ্রাম) :: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, স্বঘোষিত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার শত জুলুম নির্যাতন সয়ে ইস্পাত কঠিন হয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের এতো সহজে নড়ানো যাবে না। তারা মাঠে নামলে ৫ তারিখের পরের বিএনপি নেতাকর্মীরা পালানোর পথ পাবেন না।
শুক্রবার (১৪ মার্চ) বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যােগে আয়োজিত আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, 'দীর্ঘ ১৭টি বছর বিএনপির নেতাকর্মীদের নামে শতশত মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন ও হয়রানি করা হয়েছে। এসব নির্যাতন সয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন। '
বক্তব্যে তিনি কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান উল্লেখ করে বলেন, শেখ হাসিনার দোসরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। ঈদের পর দলীয় কর্মসূচি সফল করতে হবে।