
আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম ::
বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুনর্বাসন কমিটি'র কার্যনির্বাহী পরিষদের ২য় সভা মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান লিংকন এর সঞ্চালনায় গত ২২ নভেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৭টায় মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দাউদ খালেদ চৌধুরী কাইজারের পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে সভা আরম্ভ হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান লিংকন সভার প্রারম্ভে ভবিষ্যৎ কাজের পরিকল্পনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত ভাবে উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এডভোকেট আবু তাহের, আমন্ত্রিত অতিথি আমেরিকা প্রবাসি সফিকুল ইসলাম, সন্দ্বীপ উপ-কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাসিরুল কবির, তালুকদার মনির, উপ-কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খালেদ চৌধুরী, শহিদুল ইসলাম রিপন সহ অন্যান্যরা।
সভায় আরও উপস্থিত ছিলেন দিলদার হোসেন পল্টু, মো: মোশাররফ হোসেন আলমগীর, আনোয়ার হোসেন মিলন, মিলাদ চৌধুরী, আকতার তালুকদার, আকতার হোসেন সাহাব, মোহাম্মদ আলতাফ হোসেন, আনোয়ার হোসেন পাশা, আজম ঠাকুর।
সভায় বৃহত্তর হরিশপুরের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সভার সভাপতি তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ব ভাবে কাজ করার জন্য আহবান জানান। সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।