আজ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ || ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৯:৩১ অপরাহ্ন
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬   |   sonalisandwip.com
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন II

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সন্দ্বীপ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতা বা চেয়ার পরিবর্তনের নির্বাচন নয়, এটি হবে নতুন বাংলাদেশের একটি রুপরেখা বা বাংলাদেশের ক্ষত সাড়ানোর একটি উদ্যোগ বাংলাদেশের কাঠামো পরিবর্তনের একটি উদ্যোগ যে কাঠামো নিজস্ব সিস্টেমে পরিচালিত হবে।

রোববার (২৬ জানুয়ারি ২০২৬) কবি আবুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬, চট্টগ্রাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ নাজির আহমদ খান পুলিশ সুপার, চট্টগ্রাম, গোলাম মহিউদ্দিন হাসান উপ-পরিচালক, স্থানীয় সরকার মন্ত্রনালয়, চট্টগ্রাম ,সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, মোহাম্মদ বশির আহমেদ সিনিয়র জেলা নির্বাচন অফিসার, চট্টগ্রাম, ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মং চিং নু মারমা।  

এতে উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় ভোটগ্রহণের আইনগত দিক, দায়িত্ব বণ্টন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যালট ও ইভিএম পরিচালনা এবং নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো  বলেন, “ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না। ”
সভা শেষে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।