আজ বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ || ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৯:২০ পূর্বাহ্ন
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েতের উদ্যোগে বিশাল জনসভা ও র‌্যালি

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১দফা কর্মসূচি ও ধানের শীষের সমর্থনে জনমত সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম -৩ ( সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে শুক্রবার বিকেলে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে হাফিজুর রহমান চত্বরে এক বিশাল জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হুমায়ূন কবির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষকে সাগর পথে যোগাযোগ করতে এখনও নানা দুর্ভোগ পোহাতে হয়,সাগরে জেগে ওঠা ভাসানচর,স্বর্ণদ্বীপ সহ বিভিন্ন চর অন্যায়ভাবে সন্দ্বীপের মালিকানা থেকে কেড়ে নেয়া হয়েছে,দ্বীপে চিকিৎসা সুবিধা আজও উপেক্ষিত। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ এসব সমস্যার সমাধান হবে।

প্রকৌশলী বেলায়েত আরো বলেন, "মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আধুনিক সন্দ্বীপ গড়াই আমার স্বপ্ন। বিগত ১৭ বছর আপনাদের অনুপ্রেরণায় জেল-জুলুম-হুলিয়া উপেক্ষা করে রাজপথে ছিলাম । আশা করি বিএনপি এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন । দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে সন্দ্বীপবাসীর জন্য আধুনিক যোগাযোগ,চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠাসহ জেগে ওঠা চরে দ্বীপের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে"।
শুক্রবার বিকাল ৪টার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। অল্প সময়ের  মধ্যে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়।

সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, ফছিউল আলম রহিম,আসিফ আকতার, হুমায়ুন কবির বাহার,আবদুল আলিম মেম্বার প্রমূখ
  সমাবেশে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আন্দোলন–সংগ্রামে পরীক্ষিত ও লড়াকু নেতা । স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে তাঁরা দাবি করেন, "তাঁকে বারবার গ্রেপ্তার, কারানির্যাতন, এমনকি গরুর রশি বেঁধে ও ‘ডান্ডাভেরী’লাগিয়ে নির্যাতন করা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দৈনিক পূর্বকোণে প্রকাশিত সংবাদকে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে ইঞ্জিনিয়ার বেলায়েত এই পত্রিকার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে সাহসী ভূমিকা রাখেন"।

বক্তারা আরও বলেন, বিএনপি  যে প্রথম দফায় ২৩৭ জনের মনোনয়নের তালিকা প্রকাশ করা হলেও অজ্ঞাত কারনে সন্দ্বীপ আসন স্থগিত  থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাঁদের দাবি, “চট্টগ্রাম–৩ আসনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী  ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে উপেক্ষা করে জোট বা অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে মাঠে বিএনপি'র নেতাকর্মীদের পাওয়া কঠিন হবে"।

সভাশেষে 'ধানের শীষ' মার্কার সমর্থনে একটি বিশাল র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে।