
আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম) II
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভা ২৪ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার, হালিশহর মাতৃভূমি কমিউনিটি সেন্টারে পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ মনিরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুল হালিম নাসির।
অনুষ্ঠানের শুরুতে বিগত ১৭ ডিসেম্বর’২৫ থেকে যে সব প্রাক্তন কার্গিলিয়ান ও কার্গিল পরিজন মৃত্যুবরণকারি কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আজীবন সদস্য মাকসুদুর রহমান ও পরিষদের সাবেক কার্যকরি কমিটির সদস্য মাহফুজুর রহমান মনার মমতাময়ী মাতা, বাংলাদেশ টেলিভিশন এর সাবেক প্রযোজক (বার্তা) মোঃ মাইনুদ্দিন দুলাল, সাবেক সদস্য মোক্তাদের মিলাদ (ব্যাচ ১৯৮৯) এর পিতা ও পরিষদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৈমুর মিঠুর শ্বশুর রহমতপুর দলই পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সওদাগর এর জন্য শোক প্রস্তাব করা হয়।
শোক প্রস্তাব শেষে বিগত ৩য় সভার কার্যবিবরণী সাধারণ সম্পাদক উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয়।
এর পর গত ২৭ ডিসেম্ব ‘২৫ অনুষ্ঠিত ২৩তম কার্গিল বনভোজন বিষয়ে আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ সাইফুর রহমান লিংকন ও সদস্য সচিব মুজিবুর রহমান জাহিদ এইবারের আয়োজনে সহযোগিতা করার জন্য সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী কমিটি ও আয়োজক কমিটির সকল সদস্য, অংশগ্রহণকারী সকল কার্গিলিয়ান ও বনভোজনে আর্থিকভাবে সহায়তাকারী সকলের প্রতি বিশেষ করে সাবেক উপদেষ্টা মরহুম হেদায়েত ইসলাম মিন্টুর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অর্থ সম্পাদক আতিকুর রহমান বনভোজনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করার পর সভাপতি উপস্থিত সবাইকে এইবারের আয়োজনের বিষয়ে মতামত প্রদানের জন্য আহ্বান জানান।
আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যেকোন অনুষ্ঠান যেনো আরো অংশগ্রহণমূলক ও বর্ণাঢ্য হয় সে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য নিজাম উদ্দিন রেজভী, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন, কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ আলী, সদস্য প্রফেসর ডঃ মোঃ আবদুর রহিম, সদস্য ডাঃ সাইফুল আযম সাজ্জাদ, সদস্য আলী আহসান মিন্টু ও সহ সভাপতি আব্দুল হাই খাঁন।
আলোচনার পর আয়োজক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং সদস্য অর্থ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ২৩ তম বনভোজনের আয়-ব্যয়ের হিসাব হস্তান্তর করেন এবং আগামী পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ আয়োজনের জন্য পরিষদের প্রতিষ্ঠাতা কালীন সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সদস্য নিজাম উদ্দিন রেজভীকে আহ্বায়ক ও পরিষদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু ইউসুফকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন রুহুল মহিদ চৌধুরী পিন্টু, আতিকুর রহমান (সদস্য অর্থ), আব্দুল হালিম নাসির (সদস্য প্রচার), এডভোকেট মশিউল আলম শিবলী ও কামরুল হাসান রাজিব। সভায় আগামী ২৭.০২.২০২৬ ইং শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর উদযাপন ও ১২৫ বছরে আধুনিক শিক্ষা বিস্তারে সন্দ্বীপে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভুমিকা, প্রাক্তন শিক্ষকদের জীবনী, স্কুল নিয়ে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণমূলক লেখা ও পরিষদের দাতা ও আজীবন সদস্যদের তালিকা সহ একটি প্রকাশনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগে এই বিষয়ে আলোচনা অংশ গ্রহণ করেন নিজাম উদ্দিন রেজভী, আব্দুল হাই খাঁন, মোঃ আলী, মোঃ সাইফুর রহমান লিংকন, প্রফেসর ডঃ মুহাম্মদ আবদুর রহিম, ডাঃ সাইফুল আযম সাজ্জাদ, মুজিবুর রহমান জাহিদ, আনোয়ার হোসাইন, আবদুল হালিম নাসির, কামরুল হাসান রাজিব, আলি আহসান মিন্টু, আতিকুর রহমান।
সভায় ১২৫ বছর উৎযাপনের জন্য বিভিন্ন কমিটি ও ১২৫ বছর উৎযাপন কমিটি ঘোষণা করা হয়। এডভোকেট এম এ বারীকে আহবায়ক ও মোঃ সাইফুর রহমান লিংকনকে সদস্য সচীব করে আরো কয়েকটি উপ কমিটি ঘোষণা করা হয়।
প্রকাশনা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন কানাই চক্রবর্ত্তী, সদস্য সচিব প্রফেসর ডঃ মোঃ আবদুর রহিম। উৎযাপন কমিটির (অর্থ) আহ্বায়ক মনোনীত হয়েছেন আবদুল হাই খাঁন, সদস্য সচিব আতিকুর রহমান। উৎযাপন কমিটি ২০২৭ (প্রচার) আহ্বায়ক : মোঃ আলী, সদস্য সচিব আবদুল হালিম নাসির ।
সকল উপকমিটির বাকি সদস্য (প্রতিটি কমিটির জন্য ৫ জন) পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কমিটি সমূহের আহ্বায়ক ও সদস্য সচিব আলোচনা সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ করবেন এবং তা আগামী ইফতার ও দোয়া মাহফিলে ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে কার্গিল ওয়েব সাইট উন্নয়ন করণ বিষয়ে গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাসান মাহমুদ রিয়াদ মৌখিক ভাবে সাধারণ সম্পাদক কে অবহিত করেছেন যে আগামী ১৫ দিনের ভেতরে ওয়েব সাইট উন্নয়ন করণ বিষয়ে পরিষদকে লিখিত ভাবে জানানো হবে।
পরিশেষে বিবিধ আলোচনায় পরিষদ কর্তৃক সন্দ্বীপে আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে ৬ষ্ট শ্রেনীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কমিটির সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
কার্গিলের সাবেক এক ছাত্রের চিকিৎসা সহায়তা করার জন্য অর্থ সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য কমিটির সদস্যদের প্রতি সভাপতি অনুরোধ জানান।