আজ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ || ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ শনিবার, ০১:৪২ পূর্বাহ্ন
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে পারিবারিক বিরোধে নির্মমভাবে খুন হওয়া শিশু মোহাম্মদ আলীর পরিবারকে নতুন ঘর উপহার দিলেন বিশিষ্ট দানবীর অধ্যাপক আমজাদ হোসেন

সম্প্রতি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে সংগঠিত হত্যাকান্ডে মোহাম্মদ আলী নামের এক শিশু নিয়ত হওয়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন তার পরিবারকএকটি ঘর নির্মান করে দেন। যা গত ২০ নভেম্বর২৫ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

ঘর হস্তান্তরকালে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “শিশু মোহাম্মদ আলীর নির্মম হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। পরিবারটির মানবিক দুর্দশা লাঘবে প্রতিশ্রুতি অনুযায়ী একটি ঘর নির্মাণ করে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ”

উল্লেখ্য, সম্প্রতি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী জাহাঙ্গীরের আঘাতে ৬ বছরের শিশু মোহাম্মদ আলী নিহত হয়। ঘটনার পর প্রতিশ্রুতি অনুযায়ী অধ্যাপক আমজাদ হোসেন প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে শিশুটির পরিবারের জন্য ঘরটি নির্মাণ করে দেন।  এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।