আজ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১০:০৮ অপরাহ্ন
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ষবরণ

বাদল রায় স্বাধীন ::

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য কর্মসূচী পালন করা হয়েছে।  

এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনার প্রাঙ্গনে -পান্তা ভোজন, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক ভাবে একটি বৈশাখী শোভাযাত্রা বেশ বর্নাঢ্য পরিসরে বের করা হয়েছে।

বৈশাখী মঞ্চে বাংলা বর্ষবরণ উপলক্ষে সংক্ষিপ্ত উপজেলা প্রশাসনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল আলম চৌধুরী।

উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক মো: আবু তাহের, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক জিএসআবুল বশার,উপজেলা প্রশাসনের সকল  কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষক, সংবাদকর্মী ও সাংষ্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।

অন্যদিকে উপজেলা বিএনপি আয়োজিত বর্ষবরণ কর্মসুচীতে তারা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছাস নিয়ে তারা বলেন বিগত সতের বছর পর এমন আনন্দ আয়োজনের আয়োজক হতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলা নববর্ষ মানুষের মাঝ থেকে সকল দ্বিধা,সংকোচ ও সংকীর্নতা দূর করে সকলের জীবন আনন্দময় করে তুলুক।