মোবারক হোসেন ভূইয়া ::
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থার আয়োজনে গত ১০ এপ্রিল'২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) মোঃ শহিদ উল্যার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ঠোঁট কাটা ও তালু কাটা একটি জন্মগত সমস্যা, এটি কোন অভিশাপ নয়। কেবলমাত্র অপারেশনের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। তাই এ ধরনের রোগী থাকলে সময় নষ্ট না করে যেন সঠিক বয়সে অপারেশন করানো যায় সে ব্যাপারে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। ঠোঁট কাটা ও তালু কাটার সমস্যার কারণগুলি বিস্তারিত ব্যাখ্যা করেন।
এই সময় অন্যান্যদের মধ্যে আরে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার, উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ। স্মাইল ট্রেন চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাফায়াত খান ও শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি মোঃ আরাফাত এলাহি।
মূল আলোচনায় মোঃ সাফায়াত খান, ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা সমস্যা এবং এর বিনামূল্যে চিকিৎসা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, স্মাইল ট্রেন বাংলাদেশ সহ বিশ্বের ৯০টি দেশে ঠোঁট কাটা, তালু কাটা ও মাড়ি কাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করছে। এ ধরনের রোগীদের প্লাস্টিক সার্জারি করা হয়। এটি ব্যয়বহুল বিধায় গরীব রোগীরা এই অপারেশন করাতে পারেন না। ফলে তারা মানবেতর জীবনযাপন করেন।
চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে প্রতি বৃহস্পতিবারে এ ধরনের সমস্যাগ্রস্থ রোগীদের হাসপাতালে থাকা, অপারেশন ও ঔষধপত্র সহ যাবতীয় সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এ ধরনের রোগী থাকলে হট লাইন নাম্বারসমূহে (০১৮২৫-৪৪২৩২২, ০১৮৭৩-০৩৩৯৭০) যোগাযোগের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।