মোবারক হোসেন ভূঁইয়া :: সোনালী সন্দ্বীপ :::
আবুল ফয়েজ মোহাম্মদ মোস্তফা, নাজিরহাট কলেজ, চট্টগ্রাম-এ গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক হিসাবে দীর্ঘদিন অধ্যাপনা শেষে গত ৩১/১২/২০২৪খ্রি. তারিখে অবসর গ্রহণ করেন।
তিনি আবুল ফয়েজ মোহাম্মদ মোস্তফা, ফয়েজ আহাম্মদ মাষ্টারের বাড়ী, গ্রাম- কালাপানিয়া, ডাকঘর- বানিরহাট, উপজেলা- সন্দ্বীপ। তিনি ১৯৬৫ সালে ০১লা জানুয়ারী মাসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ফয়েজ আহাম্মদ এবং মাতা খাদিজা বেগম।
শিক্ষাজীবন: তিনি কালাপানিয়া প্রাথমিক বিদ্যালয় হতে লেখাপড়া শুরু করেন। ১৯৮০ সালে কালাপানিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন। ১৯৮২সালে সন্দ্বীপ সরকারী হাজী এ.বি কলেজ হতে আইএসসি পাশ করেন। তারপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রামের নাজিরহাট কলেজ হতে ১৯৮৪ সালে দ্বিতীয় শ্রেণীতে বিএসসি পাশ করেন। ১৯৮৬সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয় নিয়ে ২য় শ্রেণীতে এমএসসি ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবন: তিনি ১৯৮৬সাল হতে কাটিরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসায় সিনিয়র শিক্ষক পদে ০৪(চার) বৎসর শিক্ষকতা করেন। ১৯৯০ সাল হতে কাটিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র বিজ্ঞান শিক্ষক পদে ০৫(পাঁচ) বৎসর শিক্ষকতা করেন। ১৯৯৪ সাল হতে কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে গণিত বিভাগের প্রভাষক পদে ০১ (এক) বৎসর শিক্ষকতা করেন।
১৯৯৫ সাল হতে তিনি নাজিরহাট কলেজের গণিত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন পরবর্তীতে তিনি একই কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে গণিত বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করে ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর শিক্ষকতা পেশা হতে অবসর গ্রহণ করেন। এইভাবে তিনি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ (চল্লিশ) বৎসর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
তিনি নাজিরহাট কলেজে কর্মরত থাকা অবস্থায় অনেকদিন নাজিরহাট কলেজ ছাত্রাবাসের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
তাছাড়া নাজিরহাট কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের উপ-কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি নাজিরহাট কলেজ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসাবে অর্ন্তভুক্ত ছিলেন এবং মসজিদের উন্নয়ন ও অর্থনৈতিক তদারকি কাজে সম্পৃক্ত ছিলেন।
শিক্ষক সংগঠনের সাথে সম্পৃক্ততা তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) শাখার সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং চট্টগ্রাম জেলা শাখার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী সংগঠনের সাথে সম্পৃক্ততা ২০২৫সালে হতে তিনি নগদহাট ব্যবসায়ী প্রতিষ্ঠানে Executive এর দায়িত্ব পালন করছেন।
পুরস্কার গ্রহণ: ২০২২ সালে তিনি শিক্ষাবিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ৭১ গবেষণা পরিষদ কর্তৃক মাদার ভেরেসা গোল্ডেন এওয়ার্ড লাভ করেন। ২০২৩সালে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা পদক লাভ করেন। ২০২৫ সালে তিনি শিক্ষার উন্নয়ন ও প্রসার ক্ষেত্রে শিক্ষা-শিল্পী মিহির কান্তি শীল স্মৃতি পদক লাভ করেন।
পারিবারিক জীবন: পারিবারিক জীবনে তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের তৎকালিন বাংলাদেশ বেতারের প্রখ্যাত কবিয়াল অজিউল্লাহ সরকারের মেজ পুত্র ইঞ্জিনিয়ার কে, এম, রবিউল্লাহ এর জৈষ্ঠ কণ্যা সফুরা বেগমে'র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সংসার জীবনে এই দম্পতি তিন কণ্যা ও এক পুত্র সন্তানের জনক। বড় কণ্যা জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের মীরশ্বরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত আছে। এবং অন্য ছেলে-মেয়েরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে।
পরিশেষে উনার অবসর জীবন যাতে সুন্দর ও সুখময় হয়, তার জন্য বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।