আবদুল হান্নান হীরা/মোবারক হোসেন ভূঁইয়া
সন্দ্বীপ অনলাইন অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে সন্দ্বীপ নিরাপদ নৌ-রুট আন্দোলনের সহযোদ্ধাদের ঈদ সম্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪এপ্রিল ২০২৫, শুক্রবার চট্টগ্রামের হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ঈদ সম্মিলনে সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও লায়ন আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সন্দ্বীপের নিউজ আইডি "দ্বীপের কথা"র প্রধান এডমিন শামসু উদ্দিন সামছু।
এছাড়াও বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসাইন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. রফিকুল মাওলা, মা ও শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মোশাররফ হোসাইন, প্রফেসর ড. মোসলেম উদ্দিন মুন্না, চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা রফিকুল মাওলা, সমাজকর্মী জিয়া উদ্দীন সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোয়েব উদ্দিন, ইয়ুথ ক্লাবের সাবেক সভাপতি শাহিন ইব্রাহিম, আলোকিত সংঘের সভাপতি সাইফুল ইসলাম রাহাত, সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফোরামের আহ্বায়ক মেহরাব হোসেন, ইউনিক সোসাইটির সাবেক সভাপতি মাহবুবুল মাওলা, আলোকিত সংঘের সাবেক সভাপতি হাসান রুবেল, সন্দ্বীপ টিভির খাদেমুল ইসলাম, "দ্বীপের খবর"র কো-এডমিন নরুল ইসলাম শিমুল, সন্দ্বীপ প্রেস ক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, সাংবাদিক ইকবাল ইবনে মালেক, অধিকার সংরক্ষণ কমিটির সংগঠক তানভির আহম্মেদ সুমন, ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মিলাদ হোসাইন, সন্দ্বীপ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কলেজের সাবেক সভাপতি মাসুদুর রহমান, মুছাপুর ইয়ুথ ফোরামের সেক্রেটারি এস এম কামরুল হাসান, সংগঠক কামরুজ্জামান রিমন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, সংগঠক সাইফুল ইসলাম মাসুদ, ছাত্র নেতা ইকবাল হোসাইন, সংগঠক নাজমুল আলম, ছাত্র নেতা রেজাউল করিম তারেক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাছেল, সমাজকর্মী জাহিদ হাসান, গণঅধিকারের নেত্রী নাসরিন আক্তার, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য এহসান মাহবুব জোবায়ের এবং "জুলাইয়ের আহত যোদ্ধা" শাহিন হায়াত।
অনুষ্ঠানে সন্দ্বীপ নৌ দূর্ঘটনায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।
বক্তারা সন্দ্বীপের স্বার্থে সন্দ্বীপ অনলাইন অ্যান্ড সোশ্যাল এক্টিভিস্ট ফোরামকে অভিন্ন আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।