চট্টগ্রামের হালিশহরে পথ শিশু, শ্রমজীবি ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঈদের সেমাই-নুডুলস খাওয়ানোর মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর ওয়ার্ড।
এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি শফিকুল মাওলা শোভনের সৌজন্যে আয়োজিত আপ্যায়ন অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষে থেকে এই আয়োজন করেছি, যারা পথ শিশু আছে এবং যারা কর্মের তাগিদে নিজের বাড়িতে যেতে পারে নাই তাদের জন্য এই আয়োজন।
সম্পূর্ণ ফ্রী খাওয়াচ্ছি । বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে আমরা এই ভাবে মানুষের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর মোঃ ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারী আবুল কালাম আজাদ, থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিঃ মঞ্জুরুল হক, এ ব্লকের ওয়ার্ড জামায়াতের ইউনিট সভাপতি মোঃ হাসান খান, মোঃ সিরাজউদ্দৌলা, মোঃ হোসাইন খান প্রমূখ।