আজ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ || ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০১:০৭ অপরাহ্ন
রবিবার, ২৩ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপ সমিতি চট্টগ্রামের মতবিনিময় ও ইফতার পাটি অনুষ্ঠিত

সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম এর মতবিনিময় ও ইফতার পাটি গত ২১ মার্চ’২৫, শুক্রবার, ২০ রমজান চট্টগ্রাম নগরীর হালিশহর একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু  সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার।  
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সামাজিক গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আকবর হোসাইন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সোনালী বাংকের সাবেক জিএম, আবুল কালাম আজাদ, মগধরা ইউপি’র সাবেক চেয়ারম্যান মাস্টার আজিজ উল্লাহ বিএ, আজমত আলী বাহাদুর, সমিতির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মাস্টার জামাল উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন ভুইঁয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো: রিয়াদ, নির্বাহী সদস্য রিদওয়ানুল বারী, সাংবাদিক আরিফ, সাংবাদিক মোদাচ্চের মিলাদ, এডভোকেট এমদাদুর রহমান রুবেল, মাস্টার আব্দুর রহীম, ৮৯ ব্যাচের চট্টগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন মুকুল, সালেহ আহম্মদ মনির, নিবার্চন কমিশনের স্টাফ জিয়াউর রহমান, আসিফ জামান, মাস্টার মাসুদুল আলম, চালক দলনেতা হাশেম, মাকসুদুর রহমান রাজধন প্রমুখ।

বক্তারা রমজান মাসে সমিতির ধারাবাহিক খাদ্য বিতরণ, অসুস্থ লোকদের চিকিৎসায় অনুদান ও শিক্ষা বঞ্চিতদের অনুদান প্রদান করায় উচ্ছাস প্রকাশ করেন এবং রমজান মাস ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে জেনে আয়োজনকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান। প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে আজীবন সদস্য ও ডোনার সংগ্রহ করে ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।  

প্রধান অতিথি সমিতির রেজিস্ট্রেশন করার উপর গুরুত্ব আরোপ করে যে কোন ভালো কাজে তাঁর সহযোগীতার আশ্বাস দেন। বিভিন্ন পেশাজীবিদের উপস্হিতি অনুষ্ঠানকে সফলতার চুড়ান্ত সীমায় নিয়ে যায়।

সভাপতি সকলের উপস্হিতি ও সহযোগীতার  জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে নিজ নিজ তহবিল থেকে দরিদ্র, অসহায়,শিক্ষা ও চিকিৎসা বঞ্চিতদের পাশে থেকে সমিতির আগামী দিনের পথচলা সহজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।