বাদল রায় স্বাধীন ::
পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপি’র ইফতার পার্টি ও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ বিকালে সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজমত আলী বাহাদুর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মোস্তফা কামাল পাশা।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক আহসানুল কবির রিপন তালুকদার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, সদস্য সচিব জিএস আবুল বশার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, মাস্টার আবুল কাশেম, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, শওকত তালুকদার, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, হারুনর রশীদ, উপজেলা বিএনপির সদস্য হাসানুজ্জামান মামুন, ফসিউল আলম রহিম, মহিউদ্দিন বাহাদুর, সালাউদ্দিন চেয়ারম্যান, মাহফুজুর রহমান ঝন্টু, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম মাহবুবুল আলম শিমুল, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবছার উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফিকার আলি ভুট্টো, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিগত ফ্যাসীবাদী সরকারের আমলে আমাকে গ্রেফতার করে পায়ে ডান্ডা বেড়ী লাগিয়ে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করে। আমি দলের কঠিন সময়ে আপনাদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি আপনাদের সকলকে নিয়ে ঐক্য বদ্ধভাবে বিএনপিকে ঐক্য বদ্ধ করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতালেব আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করবো। প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান যাকে চট্টগ্রাম ৩ সন্দ্বীপের ধানের শীষের প্রার্থী দিবে আমরা সকলে তার জন্য কাজ করবো।